words that sound the same but have different meanings | বাংলা | bangla: একই উচ্চারন কিন্তু অর্থটা আলাদা। আমরা অনেক সময়ই ধাঁদাতে পড়ে যাই যখন আমরা এই করম উচ্চারণ ওয়ালা শব্দ দেখি। আর আমার বেলাতেও তাই হয়। তাই আমরা নিজেরাই খুজে একটা লিস্ট তৈরি করলাম এবং আপনাদেরও শেয়ার করলাম। আর এই শব্দগুলো কিন্তু আসলেই অনেক কাজের। সামনেই সকল শব্দ নিয়ে একটা অ্যাপ তৈরি করবো এবং আপনাদের শেয়ার করবো। এই কাজে আমরা চেষ্টা করছি।
words with the same pronunciation but different spelling list= 1-186
১-৫০
১ | Abate Abet | কমে যাওয়া মন্দ কার্যে প্ররোচনা দেওয়া |
২ | Accede Exceed | সম্মত হওয়া অতিক্রম করা |
৩ | Access Excess | প্রবেশাধিকার অতিরিক্ত |
৪ | Adopt Adapt Adept | অবলম্বন করা খাপ খাওয়ানো দক্ষ ব্যক্তি |
৫ | Advice Advise | উপদেশ উপদেশ দেওয়া |
৬ | Affect Effect | ক্ষতি করা, ভান করা ফল |
৭ | Allusion Illusion | উল্লেখ ভ্রান্তি |
৮ | Antic Antique | অদ্ভুত পুরাতন |
৯ | Ascent Assent | আরোহণ সম্মতি |
১০ | Assay Essay | চেষ্টা করা প্রবন্ধ |
১১ | Await Wait | অপেক্ষা করা অপেক্ষা করা |
১২ | Accessary Accessory | কুকর্মে সহায়তাকারী অপ্রধান |
১৩ | Acquittal Acquaintance | মুক্তি পরিচিত |
১৪ | Air Heir | বাতাস উওরাধিকারী |
১৫ | Acceptance Acceptation | স্বীকৃতি চলতি অর্থ |
১৬ | Affection Affectation | ভালোবাসা কৃত্রিম ভাব, ভান |
১৭ | Ail Ale | কষ্ট দেওয়া মদ |
১৮ | Allusive Elusive | পরোক্ষ উল্লেখপূর্ণ ছলনাময় |
১৯ | Altar Alter | বেদী আংশিক পরিবর্তন |
২০ | Alteration Altercation | পরিবর্তন ঝগড়া |
২১ | Amend Emend | ভালো করা দোষ সারানো |
২২ | Apposite Opposite | উপযুক্ত বিপরীত |
২৩ | Apprise Appraise | জানানো মূল্য নির্ধারণ করা |
২৪ | Bad Bed | দুষ্ট শয্যা |
২৫ | Bail Bale | জামিন গাঁট |
২৬ | Bear Bare | ভল্লুক খোলা |
২৭ | Barbarism Barbarian | অসভ্যতা অসভ্য জাতির |
২৮ | Brake Break | গতিরোধক ভাঙ্গা |
২৯ | Breath Breathe | শ্বাস-প্রশ্বাস শ্বাস-প্রশ্বাস লওয়া |
৩০ | Beneficial Beneficent | উপকারী দয়ালু |
৩১ | Bellow Below | হাম্বা রব নিচে |
৩২ | Beside Besides | পাশে অধিকন্তু |
৩৩ | Born Borne | জাত/জন্ম বাহিত |
৩৪ | Banquet Bouquet | ভোজ ফুলের তোড়া |
৩৫ | Berth Birth | জাহাজ বা গাড়িতে ঘুমাবার আসন জন্ম |
৩৬ | Calendar Calender | বর্ষপঞ্জি ইস্ত্রি করা |
৩৭ | Career Carrier | জীবনী বাহক |
৩৮ | Censor Censure | পরীক্ষা করে দেখা নিন্দা করা |
৩৯ | Coarse Course | মোটা গতি |
৪০ | Corps Crops Corpse | সৈন্য দল শস্য মানুষের মৃতদেহ |
৪১ | Credible Creditable | বিশ্বাসযোগ্য প্রশংসনীয় |
৪২ | Coma Comma | আচ্ছান্নতা ছেদ চিহ্ন |
৪৩ | Coach Couch | শিক্ষা দেওয়া গদিওয়ালা বিছানা |
৪৪ | Canon Cannon | র্ধম সংক্রান্ত নিয়ম কানুন কামান |
৪৫ | Cast Caste | নিক্ষেপ করা বর্ণ |
৪৬ | Casual Causal | নৈমিওিক, সাময়িক কারণ সম্পর্কিত |
৪৭ | Cite Site Sight | উদ্ধৃতি অবস্থান দৃষ্টিশক্তি |
৪৮ | Choir Coir | গায়ক দল নারকেলের আঁশ |
৪৯ | Chord Cord | বাদ্যযন্ত্রের তার চিকন রজ্জু |
৫০ | Curve Carve | বক্র বস্তু, বক্র রেখা খোদাই করা |
৫১-১০০
৫১ | Curve Carve | বক্র বস্তু, বক্র রেখা খোদাই করা |
৫২ | Check Cheque | দমন করা, বশে রাখা, ঠিক আছে কিনা দেখা টাকার । চেক |
৫৩ | Collision Collusion | সংঘর্ষ, ধাক্কা গোপন ষড়যন্ত্র |
৫৪ | Comprehensie Comprehense | ব্যাপক বোধগম্য |
৫৫ | Confident Confidant | দৃঢ় প্রত্যয়ী বিশ্বাসী পত্র |
৫৬ | Cession Session | সমর্পণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ, অধিবেশন |
৫৭ | Councilor Counsellor | পরিষদ সদস্য ব্যবহারজীবী |
৫৮ | Courtesy Curtsey | শিষ্টাচার অভিবাদন করা |
৫৯ | Corporal Corporeal | শারীরিক দেহবিশিষ্ট, দেহসংক্রান্ত, জৈব |
৬০ | Custom Costume | সামাজিক প্রথা পোশাক |
৬১ | Deer Dearth | হরিণ দুস্প্রাপ্যতা, অভাব |
৬২ | Descent Decent | বংশোদ্ভূত ভদ্র, শিষ্টাচারসম্পন্ন |
৬৩ | Draught Drought | চুমুক অনাবৃষ্টি |
৬৪ | Decease Disease | মৃত্যু রোগ |
৬৫ | Differ Defer | ভিন্ন মত হওয়া পিছিয়ে দেয়া |
৬৬ | Deference Difference | সম্মান পার্থক্য |
৬৭ | Die Dye | মরা রং করা |
৬৮ | Dual Duel | দ্বৈত দ্বন্দ্ব |
৬৯ | Deem Dim | মনে করা অনুজ্বল |
৭০ | Defy Deify | অমান্য করা পূজা করা |
৭১ | Dependant Dependent | আশ্রিত জন বিন্যাস করা |
৭২ | Depose Dispose | সিংহাসনচ্যুতি বিন্যাস করা |
৭৩ | Deposal Disposal | সিংহাসনচ্যুতি সবকিছু করার অধিকার |
৭৪ | Desert Dessert | মরুভূমি ফলাহার |
৭৫ | Dying Dyeing | মুমূর্ষ রং করা |
৭৬ | Economic Economical | অর্থনীতি সংক্রান্ত মিতব্যয়ী |
৭৭ | Excite Incite | উদ্রেক করা উদ্দীপ্ত করা |
৭৮ | Exert Exhort | প্রয়োগ করা উপদেশ দ্বারা উৎসাহিত করা |
৭৯ | Eminent Imminent | প্রসিদ্ধ আসন্ন |
৮০ | Eruption Irruption | উদ্গিরণ আকস্মিকভাবে আক্রমণ |
৮১ | Emerge Immerse | বের হওয়া ডুবানো |
৮২ | Emigrate Immigrate | দেশ ত্যাগ করা বিদেশে বসতি স্থাপন করা |
৮৩ | Extant Extent | বর্তমান আয়তন |
৮৪ | Farther Further | অধিকতর গভীরতায় আরো অতিরিক্ত |
৮৫ | Funeral Funereal | অন্ত্যেষ্টিক্রিয়া শোকবহ |
৮৬ | Faint Feign Feint | অস্পষ্ট ভান করা কপটাচার |
৮৭ | Facility Felicity | সুযোগ-সুবিধা সুখ |
৮৮ | Fair Fare | মেলা, সুন্দর ভাড়া, ভালো বা মন্দ করা |
৮৯ | Farm Firm | খামার কারবার |
৯০ | Factitious Fictitious | কৃত্রিম কাল্পনিক, অলীক |
৯১ | Flagrant Fragrant | জাজ্বল্যমান, অতিশয় কলঙ্কজনক সুগন্ধি |
৯২ | Gamble Genteel | জুয়া খেলা খেলাচ্ছলে নেচে কুঁদে বেড়ানো |
৯৩ | Goal Gaol | গন্তব্যস্থল ভদ্র, শিষ্ট |
৯৪ | Godly Godlike | ধর্মনিষ্ঠ স্বর্গীয় |
৯৫ | Gate Gait | ফটক চলবার ভঙ্গি |
৯৬ | Ghostly Ghastly | ভৌতিক ভয়াবহ |
৯৭ | Heart Hurt | হৃদয় আঘাত পাওয়া |
৯৮ | Historic Historical | ইতিহাস প্রসিদ্ধ ঐতিহাসিক |
৯৯ | Hue Hew | রং, বর্ণ কাটা |
১০০ | Hail Hale | অভিনন্দন জানানো সুস্থ |
১০১ | Hard Hardly | দৃঢ়, কঠিন কদাচিৎ |
১০২-১৫০
১০২ | Haven Heaven | পোতাশ্রয় স্বর্গ |
১০৩ | Healthy Healthful | স্বাস্থ্যবান স্বাস্থ্যপ্রদ |
১০৪ | Historic Historical | ইতিহাস প্রসিদ্ধ ঐতিহাসিক |
১০৫ | Human Humane | মনুষ্য সম্বন্ধীয় সদয় |
১০৬ | Imaginary Imaginative | কাল্পনিক কল্পনাপ্রবণ |
১০৭ | Imposter Imposture | প্রতারক ভণ্ডামি |
১০৮ | Imprudent Impudent | অবিবেচক, অবিক্ষণ নির্লজ্জ, উদ্ধত |
১০৯ | Ingenious Ingenuous | দক্ষ সরল, অকপট |
১১০ | Injection Injunction | অনুপ্রবিষ্ট তরল ঔষধ আদেশ |
১১১ | Jealous Zealous | ঈর্ষান্বিত উৎসাহী |
১১২ | Judicial Judicious | আদালত ঘটিত, বিচার বিভাগীয় জ্ঞানী, বিজ্ঞ |
১১৩ | Kind Kindly | দয়ালু সদয়, অমায়িক |
১১৪ | Laudable Laudatory | প্রশংসনীয় প্রশংসাসূচক |
১১৫ | Lay out Outlay | টাকা খাটানো, পরীক্ষার জন্য খুলে নেয়া লগ্নী |
১১৬ | Lesson Lessen | পাঠ কমানো |
১১৭ | Loose Lose | শিথিল হারানো |
১১৮ | Literal Literary Literate | আক্ষরিক সাহিত্য বিষয়ক শিক্ষিত |
১১৯ | Late Lately | বিলম্বিত সম্প্রতি |
১২০ | Lightning Lighting | বিদ্যুৎ আলোকিত করা |
১২১ | Licence License | সেচ্ছাচারিত, স্বাধীনতা অপব্যবহার অনুজ্ঞাপত্র |
১২২ | Life-long Live-long | আজীবন দীর্ঘকাল স্থায়ী |
১২৩ | Luxuriant Luxurious | অত্যন্ত বাড়ন্ত বিলাসী |
১২৪ | Mane Main Mean | কেশর প্রধান মধ্য, গড়, মধ্যপন্থা |
১২৫ | Medal Meddle | পদক, মডেল অযথা হস্তক্ষেপ করা |
১২৬ | Mendacity Mendacity | মিথ্যাভাষিতা ভিক্ষাবৃওি |
১২৭ | Metal Mettle | ধাতু তেজস্বিতা, সাহস |
১২৮ | Minor Miner | নাবালক, অপ্রাপ্তবয়স্ক খনিক |
১২৯ | Moral Morale | নৈতিক, নীতিশিক্ষা মনোবল, মনের জোর |
১৩০ | Neither Nether | দুই–ত্রর একটিও নয় পাতালদেশীয় |
১৩১ | Official Officious | অফিস সংক্রান্ত অনধিকার চর্চাকারী |
১৩২ | Oar Ore | দাঁড় অপরিস্কৃত খনিজ পর্দাথ |
১৩৩ | Obsolete Absolute | এখন ব্যবহার নেই এমন যথেচ্ছাচারী, স্বাধীন |
১৩৪ | Patrol Petrol | টহল দেওয়া তৈল বিশেষ |
১৩৫ | Piety Pity | ধর্মানুরাগ করুণা |
১৩৬ | Precede Proceed | অগ্রে যাওয়া অগ্রসর হওয়া |
১৩৭ | Pray Prey | প্রার্থনা করা শিকার |
১৩৮ | Paper Pepper | কাগজ মরিচ |
১৩৯ | Person Parson | ব্যক্তিত্ব ধর্মযাজক |
১৪০ | Pair Pare | একজীড়া সহগামী জিনিস কেটে ফেলা |
১৪১ | Personal Personnel | ব্যক্তিগত কর্মচারীবৃন্দ |
১৪২ | Personality Personalty | ব্যক্তিত্ব ব্যক্তিগত সম্পওি |
১৪৩ | Persecute Prosecute | নির্যাতন করা অভিযুক্ত করা |
১৪৪ | Persuade Pursued | প্রণোদিত করা ক্রমাগত তাড়া করা |
১৪৫ | Physic Physique | ঔষধ দেহের তাড়া করা |
১৪৬ | President Precedent | সভাপতি নজীর |
১৪৭ | Principal Proscribe | প্রধান, অধ্যক্ষ মূলনীতি |
১৪৮ | Precede Proceed | আগে আসা অগ্রসর হওয়া |
১৪৯ | Plaintiff Plaintive | বাদী দুঃখপূর্ণ |
১৫০ | Pole Poll | দন্ড নির্বাচন |
১৫১-১৮৬
১৫১ | Politic Politics | বিজ্ঞতার পরিচায়ক রাজনীতি |
১৫২ | Property Propriety | সম্পওি ঔচিত্য |
১৫৩ | Quire Queer | ২৪ তা লেখার কাগজ বা ১ দিস্তা অদ্ভুত |
১৫৪ | Quite Quiet | সম্পূর্ণরুপে শান্ত |
১৫৫ | Raze Rage | বিনষ্ট ক্রোধ |
১৫৬ | Refuse Refuge | অস্বীকার করা আশ্রয় |
১৫৭ | Right Rite | অধিকার আচার-অনুষ্ঠান |
১৫৮ | Rightful Righteous | আইনানুগ ন্যায়পরায়ণ |
১৫৯ | Rapt Wrapt | একান্ত অভিনিবিষ্ট আবৃত |
১৬০ | Reverend Reverent | শ্রদ্ধেয় সশ্রদ্ধ |
১৬১ | Rebel Revel | বিদ্রোহী আমোদ করা |
১৬২ | Riot Ryot | দাঙ্গা, মারামারি প্রজা, রাইয়ত |
১৬৩ | Rout Route | ছত্রভঙ্গ করা পথ |
১৬৪ | Sanatory Sanitarium | স্বাস্থ্যপ্রদ স্বাস্থ্যকর স্থান |
১৬৫ | Sculpture Sculptor | ভাস্কর্য ভাস্কর |
১৬৬ | Seller Celler | বিক্রেতা ভূগর্ভস্থ প্রকোষ্ঠ |
১৬৭ | Seize Siege | ধরা অবরোধ |
১৬৮ | Soul Sole | আত্মা জুতা বা পায়ের তলা |
১৬৯ | Soar Sore | উড়া ক্ষত, রাগান্বিত |
১৭০ | Stationary Stationery | স্থির লেখার সরঞ্জাম |
১৭১ | Staff Stuff | কোনো প্রতিষ্ঠানের লোকজন উপাদান |
১৭২ | Statue Statute | পাথরের মূর্তি লিখিত আইন |
১৭৩ | Spacious Specious | বিস্তীর্ণ আপাতদৃষ্টিতে ন্যায্য বা যুক্তিসঙ্গত কিন্তু প্রকৃতপক্ষে তা নয় |
১৭৪ | Story Storey | গল্প গৃহতল |
১৭৫ | Taste Test | স্বাদ লওয়া পরীক্ষা করা |
১৭৬ | Tamper Temper | হস্তক্ষেপ করা মেজাজ |
১৭৭ | Treaties Treatise | সন্ধিসমূহ রচনা |
১৭৮ | Urban Urbane | শহুরে, নগর সম্পর্কিত ভদ্র, সভ্য |
১৭৯ | Vale Veil | উপত্যকা ঘোমটা |
১৮০ | Vain Vane | বৃথা, দাম্ভিক বায়ুর দিক নির্ণয় যন্ত্র |
১৮১ | Venal Venial | অর্থকরী, দূষিত মার্জনীয়, ক্ষমার্হ |
১৮২ | Veracious Voracious | সত্যবাদী পেটুক |
১৮৩ | Wander Wonder | ঘুরে বেড়ানো আশ্চর্যজনক |
১৮৪ | Wave Waive | ঢেউ, সঞ্চালন করা ত্যাগ করা, ছেড়ে দেওয়া |
১৮৫ | Wreath Wreathe | মালা জড়ানো বা বেষ্টন করা |
১৮৬ | Yoke Yolk | পরাধীনতা ডিমের পীতাংশ |
Sounds okay as a concept-likely impractical in reality, sorry..
Thanks for your practical advice on what is normally a forgotten topic. Mind if I share this with my group?
Thank YOU! Yeah You can share it!
Thank YOU! Yeah, You can share it!
Thank You!
You are a very smart person!
Just wanna say that you have a very nice web site. I like the layout too, it actually stands out.