Paradoxical Sajid 2 Audiobook/ Part 2: পারাডক্সিকাল সাজিদ অডিওবুকঃ ঘুটঘুটে অন্ধকার! সেই অন্ধকার গ্রাস করে আছে সবকিছু। এমন সময় কোথা থেকে যেন ছুটে আসে এক উষ্ম আলোক রশ্নি ।
সেই আলোর পরশে নিমিষেই মিলিয়ে যায় অন্ধকার রাত। প্রভাতী কিরণের মতোই চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই আলোক রশ্নি। যাত্রা হয় এক নতুন দিনের, নতুন সময়ের। এমনই আবহে সত্য ও পবিত্র পথের সন্ধানে দুঃসাহসিক অভিযাত্রার গল্প নিয়ে এগিয়ে যায় সজিদ আর অবিশ্বাসের দেয়ালে গেঁথে যায় বিশ্বাসের কথামালা।
ভেগে পড়ে অবিশ্বাসের দেয়াল। নির্মিত হয় সত্যের ইমারৎ। সত্য আর শুভ্রতার সেই গল্পে আপনিও একজন অংশীদার ।
Paradoxical Sajid 2 Audiobook/ Part 2: পারাডক্সিকাল সাজিদ অডিওবুক তালিকাঃ
০১। কুরাআন কি নারীদের শস্যক্ষেত্র বলেছে: 00:00
০২। A Reply to Christian Missionary: 18:10
০৩। ইসলাম কি অমুসলিমদের অধিকার নিশ্চিত করে ?: 44:09
০৪। কুরআন বৈপরীত্যের সত্যাসত্য: 1:03:12
০৫। বনু কুরাইজা হত্যাকাণ্ড – ঘটনার পেছনের ঘটনা: 1:23:20
০৬। স্যাটানিক ভার্সেস ও শয়তানের ওপরে ঈমান আনার গল্প: 1:52:19
০৭। রাসুলের একাধিক বিবাহের নেপথ্যে: 2:13:44
০৮। জান্নাতে ও মদ?: 2:50:40
০৯। গল্পে গল্পে ডারউইনিজম: 3:09:55
১০। কুরআন কেন আরবী ভাষায়: 3:28:04
১১। সূর্য যাবে ডুবে: 3:56:29
১২। সমুদ্রবিজ্ঞান: 4:15:24
১৩। লেট দেয়ার বি লাইট: 4:39:30
১৪। কাবার ঐতিহাসিক সত্যতা: 5:09:08
১৫। নিউটনের ঈশ্বর: 5:37:40
১৬। পরমাণুর চেয়েও ছোট: 5:55:38
বিশ্বাস – অবিশ্বাসের দ্বন্দ্ব সভ্যতার সূচনালগ্ন থেকেই বিদ্যমান। সভ্যতার প্রতিটি যুগে, প্রতিটি সময়ে এবং প্রতিটি প্রেক্ষাপটে আমরা এই দ্বন্দ্বের লড়াই দেখতে চাই। দেখতে পাই তাঁর চলমান ধারা। সত্য ও অসত্যের এই লড়াইয়ে সত্য সবসময় বিজয়ী হবে, এটাই আল্লাহ্ সুবাহানাহু ওয়া তাআলার ইচ্ছে।
তাই, যখনই সভ্যতার মাঝে কোনো অসত্য। কোনো অবিশ্বাস ঝেঁকে বসেছে, তখনই আল্লাহ্ সবহানাহু ওয়া তাআলা সেখানে সত্যের পক্ষে কথা বলার জন্য, সত্যের নিশান উড্ডীন করার জন্য নবী – রাসূল প্রেরণ কয়েছেন।