আমিঃ সকালে ঘুমে থেকে চোখ খুলে দেখি আল- আমিন পাশে বসে আমার মোবাইল টিপছে।
আল – আমিনঃ আসসালামু আলাইকুম ! কিরে ঘুম হইছে?
আমিঃ হুম হইছে, তুই কোন সময়ে আইলি?
আল – আমিনঃ এইতো হইছে কিছুক্ষণ।
আমিঃ তুই যে আমার মোবাইল ধরছোছ, আমার অনুমতি নিছোছ?
আল -আমিনঃ ধুর তোর অনুমতি কেন নিমু!
আমিঃ ওকে বাদ দে, কেন এইছোছ এইটা কো?
আল -আমিনঃ আমার একটা প্রশ্ন আছে ওইটার উত্তরের জন্য।
আমিঃ শুরু কর, শুনি তোর কি প্রশ্ন।
আল -আমিনঃ দোস্ত, “Its” এবং “it’s” এর মধ্যে পার্থক্য কী? একটু বুঝাইয়া বলতোএকটু।
আমিঃ এইটা একটা ধরুন প্রশ্ন, এইটার উত্তর দেওয়ার পড় বাহিরে নিয়ে নাস্তা হাওয়াবি।
আল -আমিনঃ দেখা যাইবো নে।
আমিঃ Its শব্দটি একটি possessive pronoun যা বাক্যে possessive adjective হিসেবে ব্যবহৃত হয়। এই শব্দটি সবসময় noun এর পুর্বে বসে। আর এর অর্থ হল – ‘এর’ বা ‘এটির’। শুধু এইটাই একটা নয় আরও কয়েকটি possessive adjective আছে- my, our, your, their, her, his। যেমনঃ-
আল – আমিনঃ দোস্ত উদাহরণ দেতো,
আমিঃ দাড়া দিতাছি…
The cow is big and Its color is red. ( গরুটা অনেক মোটাতাজা এবং এটির রং হচ্ছে কালো।)
A mobile is no good without its battery. ( মোবাইলের কোন কার্যকারিতা নেই এটার ব্যাটারি ছাড়া )
আমিঃ এইটুকু কি বুঝতে পারছোছ?
আল -আমিনঃ হ্যাঁ দোস্ত পারছি। তারপড় কি ওইটা বল।
আমিঃ It’s নিয়ে আমরা অনেকেই ভুল করি। বলি It’s হল – It is কিন্তু এইটার পূর্নরুপ হবে It’s মানে It is না হয় It has এই দুইটা একটা আর বিষটা তোকে বুখে নিয়ে হবে অর্থ দেখে। উদাহরণ দেয়ার আগে বলে নেই –
It’s হচ্ছে একটা Pronoun + একটি verb । সুতরাং এইটা আগেই বুখে রাখা ভালো।
আল – আমিনঃ বুখছি উদাহরণ দে বেটা।
আমিঃ দাড়া দিতাছিতো পাগল হইছোছ কেন আগে ভালো কইরা বুইঝলো।
আল – আমিনঃ ওকে ওকে বল।
আমিঃ It’s nice to see you after so long ( তোমাকে অনেক দিন পর খুব ভালো লাগছে ) (এখানে বুঝতে পারতাছো নিশ্চিই It is বোঝানো হয়েছে নাকি It has) ।
It’s been raining since yesterday ( গতকাল থেকে বৃষ্টি হচ্ছে) (এখানে খুব সহজেই বোঝা যাইতেছে has বোঝাচ্ছে যেহেতু It’s-এর পর past participle(v3) আছে)।
আল – আমিনঃ বুঝলাম।
আমিঃ তাইলে চল নাস্তা করি।
আল -আমিনঃ আন্টি নাস্তা আনতাছি, আমিও তোর সাথে খামু।
আমিঃ যা তুই আমার বাসা থেইকা যা…