দুনিয়ার মানুষ তোলে মানুষকে
অনেক টাকা, বাড়ি, গাড়ি, দিয়ে
আল্লাহ্ তোলে তার বান্দাকে
তার গোলামি দিয়ে
আমি বলছি না তোমার বাড়ি, গাড়ি, টাকা থাকা মনেই
তুমি আল্লাহ্র গোলাম নাও
কিন্তু এটাও চিন্তা কর তোমার হাবিব ( সাঃ)
জীবনও কাটিয়েছে গরিবি হালতে
আমি বার বার হেরেছি যুদ্ধে ময়দানে
কিন্তু হারাইনি মনোবল
সবাই বলেছিল তুই পারবি নায়
আমিও বলেছি আমি ছাড়বো না
যতক্ষণ না এই জীবন ছাড়বে আমায়
মৃত্যু কাফেলা আমি অনেক দেখেছি
ভাঙতে দেখছি হাজারো কবর
তবুও মানুষ ভুলে যায় দিন শেষে চলে যেতে হবে
যেতে হবে ওপারের ঘরে